Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Name
Piyas Chandra Das (Contact Number-18360)
Details


 

শাল্লা উপজেলার হালনাগাদ তথ্য ও সেবা পেতে আপনাদের সকলকে এই ওয়েব পোর্টালে স্বাগত জানাচ্ছি।

 

আপনারা নিশ্চয়ই জানেন, শাল্লা উপজেলা সুনামগঞ্জ জেলা তথা বাংলাদেশের  একটি অন্যতম হাওরবেষ্টিত উপজেলা।  এখানে বছরের প্রায় অর্ধেকের বেশি সময় জলমগ্ন থাকে। বাকি সময় টুকুতে পানি শুকিয়ে গেলে নিচু জমিতে এ এলাকার মানুষ ধান চাষ করে তাদের খাদ্যের চাহিদা মেটায়।

সেকারণেই এখানকার বেশিরভাগ মানুষ কৃষি ও মৎস্যসম্পদ হতে জীবিকা নির্বাহ করে। বর্ষাকালে এ এলাকায় প্রধান বাহন নৌকা। শিক্ষার হার এখনও অপেক্ষাকৃত কম।  তথাপি এখানে অনেক জ্ঞানী গুনী লোক জন্মেছেন। জন্মেছেন বহু নামকরা মরমী আধ্যাত্মিক বাউল শিল্পী। বাউল গানের মাধ্যমে এখানে রাজনীতি,সমাজনীতি পরিচালিত হয় মর্মে জনশ্রুতি রয়েছে।

 

এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে  শাল্লা উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সমন্বিত উদ্যোগের মাধ্যমে  একটি সুষ্ঠু , সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত শাল্লা গড়াই আমাদের সকলের লক্ষ্য।




Image
Speech


 

শাল্লা উপজেলার হালনাগাদ তথ্য ও সেবা পেতে আপনাদের সকলকে এই ওয়েব পোর্টালে স্বাগত জানাচ্ছি।

 

আপনারা নিশ্চয়ই জানেন, শাল্লা উপজেলা সুনামগঞ্জ জেলা তথা বাংলাদেশের  একটি অন্যতম হাওরবেষ্টিত উপজেলা।  এখানে বছরের প্রায় অর্ধেকের বেশি সময় জলমগ্ন থাকে। বাকি সময় টুকুতে পানি শুকিয়ে গেলে নিচু জমিতে এ এলাকার মানুষ ধান চাষ করে তাদের খাদ্যের চাহিদা মেটায়।

সেকারণেই এখানকার বেশিরভাগ মানুষ কৃষি ও মৎস্যসম্পদ হতে জীবিকা নির্বাহ করে। বর্ষাকালে এ এলাকায় প্রধান বাহন নৌকা। শিক্ষার হার এখনও অপেক্ষাকৃত কম।  তথাপি এখানে অনেক জ্ঞানী গুনী লোক জন্মেছেন। জন্মেছেন বহু নামকরা মরমী আধ্যাত্মিক বাউল শিল্পী। বাউল গানের মাধ্যমে এখানে রাজনীতি,সমাজনীতি পরিচালিত হয় মর্মে জনশ্রুতি রয়েছে।

 

এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে  শাল্লা উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সমন্বিত উদ্যোগের মাধ্যমে  একটি সুষ্ঠু , সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত শাল্লা গড়াই আমাদের সকলের লক্ষ্য।




Joining Date
2025-01-27
Telephone
Mobile