উপজেলার মানুষ আমরণ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। তাই তাদের বিনোদন ও খেলাধুলা করার মত সময় কোথায়। তার পরও এ অঞ্চলের মানুষেরা সরল চিত্তের। তারা সর্বদাই হাসি-খুশি ; বিশেষ করে যে বৎসর অকাল বন্যার অভিশাপ মুক্ত থাকে সে বৎসর উপজেলার প্রতিটি গ্রামের মাঠে জমে উঠে ফুটবল খেলার আয়োজন। প্রতিটি পাড়ায় পাড়ায় গড়ে উঠে ফুটবল দল। এছাড়াও এখানে হা-ডু-ডু, গোলস্নাছুট, দারিয়াবান্দা সহ নানা খেলার প্রচলন রয়েছে।এখানে বিনোদনের কোন বিশেষ সুযোগ না থাকলেও বর্ষা মৌসুমে নৌকা বাইছ, পুঁথি পড়া ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানই বিনোদনের একমাত্র মাধ্যম। এছাড়া উপজেলা সদরে একটি মাত্র স্যাটেলাইট চ্যানেল রয়েছে। বিনোদন হিসেবে স্থানীয় সামান্য সংখ্যক লোকজন উপভোগ করতে পারছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS