সারা দেশের ন্যায় এখানকার ভাষাও বাংলা। এখানে অন্যকোন ভাষার প্রচলন নেই। শতভাগ লোকই বাংলা ভাষায় কথা বলেন। তবে শাল্লা সিলেট বিভাগের একটি উপজেলা হলেও ভাষাগত দিকে থেকে সিলেটের চেয়ে একটু ভিন্ন। এখানকার মানুষের ভাষার সহিত মিল রয়েছে সুনামগঞ্জের দড়্গিণ-পশ্চিম অঞ্চল, হবিগঞ্জ জেলার উত্তর-পূর্ব অঞ্চল, বি.বাড়িয়া জেলার উত্তর অঞ্চল এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব অঞ্চলের মানুষের ভাষার। সংস্কৃতির ড়্গেত্রে সারাদেশের ন্যায় ভাটিয়ালী, জারীগান, সারিগান, কবিগান, গাজিরগান, মুর্শিদী, মারফতী, বাউলা, কীর্তন, যাত্রাপালা সহ পুঁথিপড়া, নৌকা বাইছ ইত্যাদি অনুষ্ঠিত হতে দেখেছি এবং লোক মূখে এর অনেক কথাই শুনেছি। তবে সময়ের বিবর্তণে ও মানুষের অভাব অনটনের কারণে এগুলোর কিছুটা হ্রাস পেয়েছে। বিশেষ করে অত্র শাল্লা উপজেলার সংস্কৃতিতে মেয়েদের মধ্যে ধামাইল গান একটি ব্যতিক্রম ধর্মী সংস্কৃতি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস